সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০
স্পোর্টস ডেস্ক :
সদ্য শেষ হওয়া লা লিগায় ৮০ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন রিয়াল মায়োর্কার ফুটবলার লুকা রোমেরো।
অবশ্য ক্রীড়া নৈপুণ্য দিয়ে নয়, লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছিলেন এই তারকা। ১৫ বছর ২১৯ দিনে ইউরোপের লিগে অভিষেক ঘটে তার।
লুকা রোমেরোকে অভিষেকের আগে থেকেই ‘মেক্সিকান মেসি’ বলে ডাকা হয়। তার খেলার ধরণ অনেকটা মেসির মতোই।
কিন্তু সময়ের সেরা তারকার নাম নিজের সঙ্গে জুড়তে ঘোর আপত্তি জানিয়েছেন রোমেরো। মেসির সঙ্গে তুলনায় বেশ বিরক্ত তিনি।
সম্প্রতি ফক্স স্পোর্টসকে ১৫ বছর বয়সী রোমেরো বলেন, ‘সবাই আমাকে মেসির সঙ্গে তুলনা করে, বিষয়টা আমাকে বিরক্ত করে। মেসি একজনই। আর আমি ফুটবলে নিজের নামে প্রতিষ্ঠিত হতে চাই।’
রোমেরো আরও বলেন, ‘আমি মেক্সিকোতে জন্মেছি, কিন্তু আমার পরিবার আর্জেন্টাইন। আমার তিনটি জাতীয়তা আছে- মেক্সিকো, আর্জেন্টাইন ও স্প্যানিশ। যদি আর্জেন্টিনা এখনো চায়, আমি আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাব। আর আমারও তাতে আগ্রহ আছে। কিলমেসে আর্জেন্টিনা দলের হয়ে অনুশীলন করতে ভালো লাগবে আমার। কেননা আমার বাবা ওখানেই খেলতেন।’
তথ্যসূত্র: ডেইলি মেইল
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি