সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২০
ছাতক প্রতিনিধি::
ছাতকে ইসলামপুর ইউনিয়নকে পৃথক করে ভারত সীমান্তবর্তী এলাকা সমূহ নিয়ে স্বতন্ত্র নতুন একটি ইউনিয়ন গঠনের দাবী তুলেছেন এলাকাবাসী। এ লক্ষ্য বাস্তবায়নে সোমবার এক মতবিনিময় সভা গাংপার-নোয়াকোট এলাকায় অনুষ্ঠিত হয়।
রহমতপুর নিবাসী, বিশিষ্ট মুরব্বি সফির উদ্দিনের সভাপতিত্বে ও নিজগাও নিবাসী জাহাঙ্গীর আলম রাসেলের পরিচালনায় সভায় বনগাও গ্রামের পক্ষে বক্তব্য রাখেন, সফিক আলী, ইলিয়াছ আলী, ফজল করিম, নিজগাও গ্রামের পক্ষে আহমদ আলী, সুমন মিয়া, লুভিয়া গ্রামের পক্ষে কামরুজ্জামান কামরুল, গাংপার-নোয়াকোট গ্রামের পক্ষে নুরুজ্জামান জামাল, কামরুল হোসেন, মনিরুজ্জামান, সৈদাবাদের পক্ষে মোশাররফ হোসেন, রহমতপুরের পক্ষে বশরত আলী, ধনীটিলা গ্রামের পক্ষে মিলন সিংহ, রতনপুর গ্রামের পক্ষে রঘু সিংহ, বৈশাকান্দি গ্রামের পক্ষে নেকির হোসেন, বাহাদুরপুর গ্রামের পক্ষে জাহাঙ্গীর মিয়া, রাসনগর গ্রামের পক্ষে নিশি কান্ত সিংহ, নিরঞ্জন সিংহ প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহবায়ক, সমাজসেবী আব্দুল জব্বার খোকন। সভায় বক্তারা বলেন, ভৌগলিকগত কারনে ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা যুগ যুগ ধরে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। ইউনিয়নের আন্তঃ যোগাযোগের ক্ষেত্রে মানুষকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। “বর্ষায় নাও আর হেমন্তে পাও” চালিয়ে অভ্যন্তরিনসহ উপজেলা সদরের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসীকে।
এছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের জনসংখ্যা অবশিষ্ট ৬টি ওয়ার্ডের প্রায় সমান। ইউনিয়নের এ ৩টি ওয়ার্ডের অবস্থান ভারত সীমান্তবর্তী। ১টি ওয়ার্ডে বসবাস করছেন আদিবাসী মনিপুরী সম্প্রদায়ের লোকজন।
সামাজিক, সাংস্কৃতিক ও পারিপার্শ্বিক ক্ষেত্রেও এখানকার আলাদা স্বকীয়তা বিদ্যমান। বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন সার্বিক দিক বিবেচনায় সীমান্তবর্তী এই এলাকায় নতুন একটি ইউনিয়ন গঠন এখন সময়ের দাবী। এ ব্যাপারে বক্তারা মুহিবুর রহমান মানিক এমপি’র সুদৃষ্টি কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি