সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক: সিলেটের ঐতিহ্যবাহী কুদরতউল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব, প্রখ্যাত আলেমে দ্বীন ক্বারী মাওলানা জমির উদ্দিনের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার বেলা দুইটায় তার প্রিয় কর্মস্থল কুদরত উল্লাহ মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন শ্রেনীপেশার উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লী অংশগ্রহন করেন। মসজিদের তিন তলা ও মাঠ ছাপিয়ে সিটি কপোরেশন মাঠ পযন্ত বিস্তৃত হয় জানাযার সারি। সরকারের কঠোর স্বাস্থ্যবিধি মেনেই মসজিদ কর্তৃপক্ষ সর্বজন শ্রদ্ধেয় এ আলেমের জানাযার আয়োজন করে। জানাযায় ইমামতি করেন তার ছেলে তালহা মোস্তফা।
জানাযা শেষে তাকে নগরীর মানিকপীর রহ. এর কবরস্থানে দাফন করা হয়।
জানাযার আগে মসজিদ কমিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমিটির সেক্রেটারী ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন নুর। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, নেজামে ইসলাম পাটির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুুর রকিব চৌধুরী, জালালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, কুদরত উল্লাহ মার্কেটের সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান এবং কুদরত উল্লাহ মসজিদের বর্তমান ইমাম ও খতিব শায়খ সাঈদ আল মাদানী। এ সময় মসজিদের মোতাওয়াল্লি বদরুল ইসলামসহ সিলেটের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি