সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুলিতে এক চোরাকারবারি নিহত। উপজেলার আলীনগর সীমান্তের মনু নদীতে নৌকা নিয়ে নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি আটকের সময় চোরাকারবারিদের একটি দল বিজিবির ওপর আক্রমণ করে।
এসময় প্রাণ রক্ষার্থে বিজিবির গুলিতে ঘটনাস্থলেই বদরুল আলম (১৮) নামে এক তরুণ নিহত হন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে নির্মম এ ঘটনা ঘটে। নিহত বদরুল আলম একই উপজেলার হাজিপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আতর আলীর ছেলে।
বিজিবি আলীনগর ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি নৌকা করে মনু নদী পার করে নিয়ে যাওয়ার সময় তা আটকাতে যায় বিজিবি। এসময় দুই লাখ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়।
তবে চোরাকারবারিদের সহযোগী প্রায় ৩০ জন লোক দেশীয় অস্ত্রসহ বিজিবিকে ধাওয়া করে। পরে বিজিবির এক সদস্যকে দা দিয়ে কোপ দিতে গেলে প্রাণ রক্ষায় গুলি চালায় বিজিবি। এসময় ঘটনাস্থলে ওই তরুণ নিহত হন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদুস হাসান বলেন, নিহত তরুণ চোরাকারবারি। তারা একটি দলে ছিল। বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা আক্রমণ করে। বিজিবি প্রাণ রক্ষার্থে গুলি করে। এতে ওই তরুণ নিহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি