বিদ্যুৎ বিল দেখে চমকে গেলেন হরভজন

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

বিদ্যুৎ বিল দেখে চমকে গেলেন হরভজন

খেলা ডেস্কঃ করোনাকালে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ভোগান্তিতে পড়েছে বাংলাদেশ। এ নিয়ে দেশজুড়ে হয়েছে সমালোচনা। বিদুৎ বিভাগেও ঝড় বয়ে গেছে।

ভুতুড়ে বিদ্যুৎ বিলের ভোগান্তিতে পড়েছেন ভারতীয়রাও। এই ভোগান্তির শিকার হয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।

চলতি মাসের বিদ্যুতের বিল স্বাভাবিক সময়ের তুলনায় সাত গুণ বেশি এসেছে বলে জানিয়েছেন হরভজন নিজেই।

এতে চমকে গেলেও ভারতের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন হরভজন।

টুইটারে হরভজন লিখেছেন, ‘পুরো মহল্লার বিল আমাকে পাঠিয়েছ নাকি! অন্যবারের চেয়ে সাত গুণ বেশি।’

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান টাইমস, মুম্বাইয়ের বাসিন্দা হরভজনের যেমন চলতি মাসে বিল এসেছে ৩৩ হাজার ৯০০ টাকা! অন্য মাসে নাকি এ বিল ৫ হাজার টাকার বেশি আসে না। শুধু চেন্নাই সুপারস্টার কিংগসের স্টার ক্রিকেটার হরভজনই নন, মুম্বাইয়ে এমন ভুতুড়ে বিদ্যুৎ বিলের খপ্পরে পড়েছেন দেশটির অনেক তারকারাও।