জাপানে গ্যাস বিস্ফোরণে উড়ে গেল রেস্তোরাঁ, নিহত ১

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

জাপানে গ্যাস বিস্ফোরণে উড়ে গেল রেস্তোরাঁ, নিহত ১

সিল-নিউজ-বিডি ডেস্ক :: জাপানের ফুকুসিমায় বৃহস্পতিবার সকালে একটি রেস্তোরাঁয় গ্যাস লাইনের লিক থেকে ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত ও ১৮ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ফুকুসিমা প্রদেশের কোরিয়ামা শহরে ওই সাবু সাবু (গ্রহকদের জন্য প্রতি টেবিলে মাছ, মাংশ ও ভাত একত্রে সিদ্ধ করে খাওয়ার জন্য চুল্লি থাকে) রেস্তোরাঁটি বিস্ফোরণে উড়ে যায়।খবর জাপান টাইমসের।

স্থানীয় সময় সকাল ৯টার (বাংলাদেশ সময় বেলা ১২টা) দিকে রেস্তোরাঁটি খোলার পরই জমে থাকা গ্যাসের কারণে ওই বিস্ফোরণ ঘটে।

আহতদের মধ্যে দুই নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

করোনাভাইরাসের কারণে দীর্ঘাদিন বন্ধ রাখার পর শুক্রবার থেকে এটি চালু করার কথা ছিল।কিন্তু বৃহস্পতিবার এটি মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে।