সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার :: মৌলভীবাজারের কুলাউড়ায় হাজীপুর ইউনিয়নে বিজিবির গুলিতে বদরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। বিজিবির দাবি, নিহত যুবক চোরাকারবারির সাথে জড়িত ছিলেন। বৃহস্পতিবার ৩০ জুলাই ভোররাতে হাজীপুর ইউনিয়নে শুকনাবি গ্রামে মনুনীর চরে এ ঘটনা ঘটে।
বিজিবির গুলিতে ঘটনাস্থলেই বদরুল নিহত হয়। সে হাজীপুর ইউনিয়নের দাউপুর গ্রামের শাহ আত্তর আলীর ছেলে।
৪৬ বিজিবি আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কামান্ডার সুবেদার মোঃ আব্দুল কাদির বলেন, ভারতীয় নাসির বিড়ি নৌকা বোঝাই করে মনু নদী পারাপারের সময় বিজিবি বাঁশি বাজালে চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিজিবি সদস্যরা যখন বিড়ি একত্র করছিলো তখনই চোরাকারবারিরা ৩০/৩৫ জন সংঘবদ্ধ হয়ে ২টি বিড়ির বস্তা ছিনিয়ে নেয়। পরে দা দিয়ে হামলা চালায়। তখন বিজিবির এক সৈনিক গুলি করে। ঘটনাস্থল থেকে ২ লাখ নাসির বিড়ি উদ্ধার করা হয়েছে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল বলেন, নিহত বদরুল কানিহাটি বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে গত বছর এএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। করোনা ভাইরাসের কারণে হয়তো কেউ তাকে চোরাচালান কাজে ব্যবহার করেছে ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি