কুলাউড়ার হাজীপুরে বিজিবির গুলিতে এক যুবক নিহত

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

কুলাউড়ার হাজীপুরে বিজিবির গুলিতে এক যুবক নিহত

স্বপন দেব, মৌলভীবাজার :: মৌলভীবাজারের কুলাউড়ায় হাজীপুর ইউনিয়নে বিজিবির গুলিতে বদরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। বিজিবির দাবি, নিহত যুবক চোরাকারবারির সাথে জড়িত ছিলেন। বৃহস্পতিবার ৩০ জুলাই ভোররাতে হাজীপুর ইউনিয়নে শুকনাবি গ্রামে মনুনীর চরে এ ঘটনা ঘটে।
বিজিবির গুলিতে ঘটনাস্থলেই বদরুল নিহত হয়। সে হাজীপুর ইউনিয়নের দাউপুর গ্রামের শাহ আত্তর আলীর ছেলে।
৪৬ বিজিবি আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কামান্ডার সুবেদার মোঃ আব্দুল কাদির বলেন, ভারতীয় নাসির বিড়ি নৌকা বোঝাই করে মনু নদী পারাপারের সময় বিজিবি বাঁশি বাজালে চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিজিবি সদস্যরা যখন বিড়ি একত্র করছিলো তখনই চোরাকারবারিরা ৩০/৩৫ জন সংঘবদ্ধ হয়ে ২টি বিড়ির বস্তা ছিনিয়ে নেয়। পরে দা দিয়ে হামলা চালায়। তখন বিজিবির এক সৈনিক গুলি করে। ঘটনাস্থল থেকে ২ লাখ নাসির বিড়ি উদ্ধার করা হয়েছে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল বলেন, নিহত বদরুল কানিহাটি বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে গত বছর এএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। করোনা ভাইরাসের কারণে হয়তো কেউ তাকে চোরাচালান কাজে ব্যবহার করেছে ।