সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজার :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বন বিভাগ অভিযান চালিয়ে ৬০টি পানকৌড়ির বাচ্চা উদ্ধার করে। বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরপাড়ের কাননগো বাজার সংলগ্ন এলাকায় নৌকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এসময় নৌকায় পাখি রেখে শিকারিরা পালিয়ে যায়। পরে রাতে উদ্ধার করা পাখিগুলোকে হাকালুকি হাওরপাড়ের হাল্লা গ্রামের পাখিবাড়িতে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বনবিভাগ জানায়, বুধবার দিনের যে কোনো একসময় হাকালুকি হাওরপাড়ে অবস্থিত পাখির অভয়াশ্রম ‘হাল্লা পাখিবাড়ি’ থেকে ফাঁদ পেতে বেশ কিছু পানকৌড়ির বাচ্চা ধরে শিকারিরা। পরে পাখিগুলো বিক্রির জন্য স্থানীয় কাননগোবাজারে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।
এরপর বিকেল ৫টার দিকে বন বিভাগের হাকালুকি বিটের ায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট) তপন চন্দ্র বেনাথ কাননগোবাজার এলাকায় অভিযান চালান। নৌকায় করে বন বিভাগের লোকজনের আসা দেখে শিকারিরা নৌকা ও পানকৌড়ির বাচ্চাগুলো রেখে পালিয়ে যায়।
পরে বন বিভাগের লোকজন স্থানীয়দের উপস্থিতিতে পানকৌড়ির বাচ্চাগুলো উদ্ধার ও শিকারিদের নৌকা জব্দ করেন। উদ্ধারের পর পাখিগুলো বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে পাখি বাড়ির মালিক কাছে অবমুক্তের জন্য পানকৌড়ির বাচ্চাগুলো হস্তান্তর করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বন বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন াস, বন বিভাগের হাকালুকি বিটের ায়িত্বে াকা কর্মকর্তা তপন চন্দ্র দেবনা উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে পাখিবাড়িতে পাখিগুলো অবমুক্ত করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, আইন অনুযায়ী যে কোনো পাখি ধরা, শিকার, এবং আবদ্ধ রাখা ন্ডনীয় অপরাধ। শিকারিরা পাখি বাড়ি থেকে পানকৌড়ির বাচ্চাগুলো ধরে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে তাৎক্ষণিক হাকালুকি বিটের কর্মকর্তাকে জানালে তিনি এগুলো উদ্ধারে অভিযান চালান। পাখিবাড়ির মালিকের কাছে এগুলোকে হস্তান্তর করা হয়। রাতেই সেখানে অবমুক্ত করা হয়েছে। স্থানীয়ভাবে শিকারিরে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি