নগরীতে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

নগরীতে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের ন্যায় সিলেটে বৃক্ষরোপন করেছেন যুব রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেট নগরীর চৌহাট্রায় সিলেট মাতৃমঙ্গল হাসপাতাল ও বিভিন্ন স্থাপনায় এ কর্মসূচির উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যকরী সদস্য সুয়েব আহমেদ, মাতৃমঙ্গল হাসপাতালের উপ পরিচালক মহিজুল ইসলাম চৌধুরী, কর্মকর্তা পার্থ সারথি দাস, কোভিড-১৯ রেসপন্স টিমের সমন্বয়ক ও সাবেক যুব প্রধান মো নাজিম খান, যুব প্রধান শাহানুর চৌধুরী সাথী, যুব কার্যকরী সদস্য আমিনা আহমেদ, বদরুল আযাদ শুভ।