সিলেটের দিনকালের প্রধান সম্পাদক আব্দুল লতিফ নুতনের ঈদুল-আযহার শুভেচ্ছা

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

সিলেটের দিনকালের প্রধান সম্পাদক আব্দুল লতিফ নুতনের ঈদুল-আযহার শুভেচ্ছা

সিলনিউজ বিডি :: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজনীতিবিদ,সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সাংবাদিক সহ দেশ বিদেশের সকল শুভাকাঙ্খীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের দিনকালের প্রধান সম্পাদক, সিলনিউজ বিডি’র সম্পাদকমন্ডলীর উপদেষ্টা আব্দুল লতিফ নুতন

বৃহস্পতিবার তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলিম ধর্মীয় ধারায় প্রিয়বস্তুকে বিসর্জন দেয়ার প্রথা সম্বলিত আবহমান সেই কুরবানি ঈদ যা আল্লাহকে রাজি-খুশি করানোর জন্যই পালন করা হয়ে থাকে।

তিনি বলেন, এবারের ঈদ-উল-আযহা অন্যান্য ঈদ-উল-আযহার চেয়ে ব্যতিক্রম। বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাসের কারণে ঈদের আমেজ অনেকটাই বিলীন হয়েছে। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে।

সমাজের ধনী-গরিব-ধর্ম-বর্ণ-গোত্র-জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-আযহার খুশি ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করি।

তিনি বলেন, ঈদের খুশির দিনে সবার জীবনে বয়ে আনুক অনাবিল, আনন্দ ও প্রশান্তি। এ দুর্যোগকালীন সময়ে দেশবাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।