সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সংকট মোকাবেলায় বঙ্গবন্ধু কন্যার কোনো বিকল্প নেই। তার নেতৃত্বে করোনা ভাইরাস পরিস্থিতি থেকে ধীরে ধীরে বাংলাদেশ উত্তরণের দিকে এগুচ্ছে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সরকার সকল শ্রেণী-পেশার মানুষের সহায়তা করে যাচ্ছে। এ পরিস্থিতির মধ্যে উপর্যুপরি বন্যায় নাকাল হাওরবাসীর পাশেও দাড়িয়েছেন তিনি। দফায় দফায় ত্রাণ বিতরণের মাধ্যমে হাওরবাসীর দূর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আমেরতল বাজারে ছাতকের চরমহল্লা ও উত্তর খুরমা ইউনিয়নের ১৪ গ্রামের প্রায় তিন শতাধিক মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিলের ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এর আগে ছাতক উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ব্রাহ্মন-পুরোহিত ও নন এমপিও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রনোদনার চেক হস্তান্তর করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবীরের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন, মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুবুর রহমান, সাবেক ছাত্রনেতা এডভোকেট মনির উদ্দিন, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি