সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২২
সিল নিউজ বিডি ডেস্ক :: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যম্পাসের নেপালী বান্ধবীর বিয়েতে যোগ দিতে পারবে না বলে নিজেরাই গায়ে হলুদের অনুষ্ঠান করে সহপাঠিরা। আবেগঘন মুহূর্তটির আয়োজন করে নেপালী মেয়ে সৃজানার বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আইবুড়ো ভাত, আলতা এবং গায়ে হলুদ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কৃষি বনায়ন রিসার্চ ফিল্ডের পাশে বাংলাদেশের সংস্কৃতিতে তার গায়ে হলুদ আয়োজন করে কৃষি অনুষদের তার সহপাঠি কয়েকজন শিক্ষার্থী।
নেপালী মেয়ে সৃজানার বিয়ে ঈদের ছুটিতে। যেহেতু নেপালে বিয়ে অনুষ্ঠানে সহপাঠিরা যেতে পারবেন না তাই নিজেরাই এই অনুষ্ঠন করেন।
হাবিপ্রবি ক্যাম্পাসে শুক্রবার নিজেরাই এ হলুদ অনুষ্ঠানের আয়োজন করার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যামেরা বন্দী আনন্দময় মুহূর্ত ছবি আপলোড করলে সর্বত্র জানাজানি হয়।
গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামাণিক, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মাসুমা পারভেজসহ বিশ্ববিদ্যালয়ের নেপালি শিক্ষার্থীরা।
সৃজানার সহপাঠীরা জানায়, নেপালে সাধারণত বাঙালিদের মতো গায়েহলুদ হয় না, তাই সৃজানার খুব ইচ্ছা ছিল আমাদের দেশীয় সংস্কৃতির মতো আমরা যেন ওর গায়ে হলুদের আয়োজন করি। ঈদের ছুটিতে তার বিয়ে। আমাদের পক্ষে নেপালে সৃজানার বাসায় যাওয়া সম্ভব নয়। তাই প্রিয় বান্ধবীর গায়ে হলুদের আয়োজন করি নিজেরাই। নুসরাত নওরীন অর্পা, সুমাইয়া বিন্থি, আফসানা মুবাশ্বেরা সূচনাসহ বন্ধু-বান্ধবীরা মিলে এ আয়োজন করেছি।
নেপালী মেয়ে সৃজানা বলেন, নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি কখনোই ভাবিনি বন্ধুরা গায়ে হলুদের আয়োজন করবে। নেপালের সংস্কৃতি এমন নয়। বাংলাদেশে গায়ে হলুদ আমার জীবনে বিশেষ স্মৃতি হয়ে থাকবে।
সূত্র : বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি