গোলাপগঞ্জে অসহায়দের পাশে তরুণ আওয়ামী লীগ নেতা জাবেদ

প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২২

গোলাপগঞ্জে অসহায়দের পাশে তরুণ আওয়ামী লীগ নেতা জাবেদ

সিল নিউজ বিডি ডেস্ক :: পবিত্র রমজানে সিলেটের গোলাপগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সমাজসেবী ও শিক্ষানুরাগী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। রমজান মাসে জাবেদের খাদ্য উপহার পেয়ে খুশি গোলাপগঞ্জের অসহায় মানুষ।

সোমবার দুপুরে গোলাপগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে প্রথম দফায় আয়োজন করা হয় খাদ্য উপহার বিতরণ। ওইদিন উপজেলার ১২০টি পরিবারের মধ্যে বিতরণ করা হয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

খাদ্য উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জের প্রবীন ব্যক্তিত্ব আসুক মিয়া, সমাজসেবক ছাদেকুর রহমান চৌধুরী, সিলেট জেলা তাঁতীলীগের সহ পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল সেলিম, পৌর যুবলীগ নেতা জালাল উদ্দিন শাহীন, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেইট যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌর যুবলীগ নেতা রাসেল আহমদ, উপজেলা যুবলীগ নেতা সুমন আহমদ, সুলেমান আহমদ, বুধবারীবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ, সাধারণ সম্পাদক আলী আহমদ, উপজেলা যুবলীগ নেতা সুলতান আহমদ, জেলা ছাত্রলীগ নেতা মাহমদুল হাসান, আলী হোসাইন, আব্দুস সামাদ, উপজেলা ছাত্রলীগ নেতা একে মুন্না, মাহদী আহমদ, আতাউর রহমান রানা ও সৌরভ আহমদ প্রমুখ।

খাদ্য উপহার বিতরণকালে তরুণ আওয়ামী লীগ নেতা শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেন, ১২০ পরিবার দিয়ে তার খাদ্য উপহার বিতণর কার্যক্রম শুরু হয়েছে। রমজান মাসে আরও তিন দফা তিনি উপজেলার বিভিন্ন এলাকায় এই খাদ্য সহায়তা প্রদান চালিয়ে যাবেন।

তিনি অসহায় মানুষের দু:খ-দুর্দশা লাঘবে সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ