বুখারেস্টে রুশ দূতাবাসের গেটের ভেতরে গাড়ি দুর্ঘটনা: রিপোর্ট

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২

বুখারেস্টে রুশ দূতাবাসের গেটের ভেতরে গাড়ি দুর্ঘটনা: রিপোর্ট

অনলাইন ডেস্ক :: রোমানিয়ার রাজধানী বুখারেস্টে রুশ দূতাবাসের গেটের ভেতরে একটি প্রাইভেটকার দুর্ঘটনার শিকার হয়েছে।

বুধবার স্থানীয় সময় সাড়ে ছয়টায় (বাংলাদেশ সময় সাড়ে নয়টা) এই দুর্ঘটনা ঘটে।
রেডিও রোমানিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রুশ গণমাধ্যম ‘তাস’। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এমনিটই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ দূতাবাসের গেটে ভেতরে দুর্ঘটনার পরপরই ওই প্রাইভেটকারে আগুন ধরে যায়।

দুর্ঘটনায় প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটি। সূত্র: সিএনএন

সূত্র : বিডি প্রতিদিন