ছাতকে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে রুহুল আমিন ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২

ছাতকে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে রুহুল আমিন ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার ৮নং খুরমা দক্ষিণ ইউনিয়নে ৩নং ওয়ার্ডে অগ্নিকান্ডে ৩ টি বসতঘরপুড়ে ছাই হয়েছে।

জাতুয়া গ্রামের কৃতিসন্তান, যুক্তরাজ্য প্রবাসী জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির সদস্য, লন্ডন টাওয়ার হেমলেন্টসের সাবেক কাউন্সিলার, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ও রুহুল আমীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আমিনের পক্ষথেকে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের মাঝে নগদ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) বিকেলে মায়েরকুল নোয়াগাঁও ক্ষতিগ্রস্তদের নিজ বাড়িতে নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক মেম্বার মহিবুর রহমান মহিব, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রোমান, ভুইগাও পয়েটস্থ মা ডিপার্টমেন্টাল স্টোরের পরিচালক এম এ হাসান তালুকদার, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আখলু মিয়া, যুবদল নেতা রুমন আহমদ, বশির মিয়া, সুন্দর আলীসহ প্রমুখ।

উল্লেখ্য গত ২৭শে মার্চ শনিবার বিকেল অনুমানিক সাড়ে ৩টার দিকে মায়েরকুল নোয়াগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গ্রামের আমতর আলী, সমরাজ আলী, সমসের আলী বসতঘর পুড়ে ছাই হয়েছে।

স্থানীয় সুত্রে জানায় গ্যাস সেলেন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, অনুমানিক ৩টার দিকে হঠাৎ ঘরে আগুন লেগে গেলে দ্রুত ঘর থেকে বাহির হয়ে যায় তারা। এ সময় ঘরে থাকা ধান, চাল, হাস, মোরগ , বই, খাতা, দলিল পত্র, নগদ টাকা কাপড় চোপড় আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লক্ষাধিক টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে যানাযায়।