দক্ষিণ সুরমা পুলিশের অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২

দক্ষিণ সুরমা পুলিশের অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলনিউজ বিডি ডেস্ক :: অদ্য ০৬/০৪/২০২২খ্রি: তারিখ ০৩:২০ ঘটিকায় গোপন সংবাদ প্রাপ্ত হয়ে অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এসআই(নি:)/কাজী রিপন সরকার সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ শেখ সাদী, কং/১১৬৩ সজল দাশ দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। কয়েছ আহমদ (৫০), পিতা-মৃত ময়না মিয়া, সাং-পিরোজপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। পলাশ মিয়া (২৫), পিতা-উজ্জল মিয়া, সাং-শোলাশিয়া, কালু খলিফার বাড়ী, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ, বর্তমানে- কয়েছ আহমদ এর বাড়ী, পিরোজপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’দ্বয়কে আটক করেন। তখন উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশি করাকালে ধৃত আসামী পলাশ মিয়া (২৫) এর পরিহিত প্যান্টের ডান পকেট হতে তার নিজ হাতে বের করে দেওয়া মতে ক) একটি কালো রংয়ের পলিথিনের ছেড়া টুকরায় মোড়ানো অবস্থায় ১০ (দশ) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, যার ওজন অনুমান ০১ গ্রাম, প্রতিটি ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৩০০/- টাকা করে মোট মূল্য ৩,০০০/- (তিন হাজার) টাকা, ধৃত আসামী কয়েছ আহমদ (৫০) এর পরিহিত পায়জামার বাম পকেট হতে তার নিজ হাতে বের করে দেওয়া মতে খ ) ১৫ (পনের) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, যার ওজন অনুমান ১.৫ গ্রাম, প্রতিটি ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৩০০/- টাকা করে মোট মূল্য ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা, ধৃত আসামী কয়েছ আহমদ (৫০) এর পরিহিত পায়জামার ডান পকেট হতে তার নিজ হাতে বের করে দেওয়া মতে গ) একটি কালো রংয়ের পলিথিনের ভিতর পেপার দ্বারা মোড়ানো ০৫ রোল গাঁজা, যার ওজন অনুমান ১২৫ গ্রাম, মূল্য অনুমান ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক পর্যাপ্ত বিদ্যুতের আলোতে ০৬/০৪/২০২২খ্রিঃ তারিখ রাত ০৩:৩০ ঘটিকার সময় এসআই(নি:)/কাজী রিপন সরকার জব্দ তালিকা মূলে জব্দ করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৪, তাং-০৬/০৪/২০২২খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর টেবিল ১০(ক)/১৯(ক)/২৫ রুজু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জনাব কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।

এ সংক্রান্ত আরও সংবাদ