সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২২
সিল নিউজ বিডি ডেস্ক :: শতভাগ পেনশন প্রদান সহ ৭ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় সমাবেশ সম্পন্ন।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সকালে নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা, বৈষম্যমুক্ত ৯ম পে স্কেল প্রদানের লক্ষ্যে পে-কমিশণ গঠন ১০ ধাপে বেতন-স্কেল নির্ধারণ, টাইমস্কেল সিলেকশন গ্রেড পূর্নবহাল, সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তরের ও সংস্থায় পদ পদবী ও গ্রেড পরিবর্তন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারি শিক্ষকদের বেতন নিয়োগ বিধি-২০১৯ এর ভিত্তিতে ১০ম গ্রেডে উন্নীতকরণ এবং শতভাগ পেনশন প্রদান সহ ৭ দফা দাবী জানান।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় সমন্বয়ক মো. আবুল কালাম এর সভাপতিত্বে ও ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মুক্তিযোদ্ধা সম্পাদক মো. আতাউর রহমান ও সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা ইউনিটের আহ্বায়ক মো. মনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী, কেন্দ্রীয় সমন্বয়ক মো. লুৎফুর রহমান, মো. ইব্রাহিম খলিল, আনোয়ারুল ইসলাম তোতা, খায়ের আহম্মেদ মজুমদার, মো. মাহমুদুল হাসান, টিএম জাকির হোসেন, মো. মোফাজ্জল হোসেন, আব্দুর রাজ্জাক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় সমন্বয়ক সৈয়দ মুত্তাকিম আলী, ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের সহ সভাপতি মো. রেহান, শিক্ষক প্রতিনিধি প্রমোথেষ দত্ত, ১১-২০ ঢাকা মহানগরের সভাপতি মো. আলী, মো. শহীদুজ্জামান, বিপ্লব পুরকায়স্থ, ময়জুল হক, আসাদুজ্জামান জুয়েল, মোহাম্মদ আবুল বাসার শিবলী, কল্যাণব্রত বিশ্বাস, মো. জিয়াউর রহমান, মাহবুবুর রহমান শিবলু, শাহ আলম সুরুক। এছাড়াও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমাজ, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, সরকারি কমর্চারী উন্নয়ন পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়ন, ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম, সরকারি কল্যাণ ফেডারেশন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা প্রজাতন্ত্রের সকল স্তরের কর্মচারীদের মনের পুঞ্জিভূত অসন্তোষ ও বিরাজিত ক্ষোভ নিরসনের জন্য মহার্ঘ ভাতা প্রদান সহ ৯ম পে-স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন। আগামী ২৭শে মে ২০২২ ঢাকায় অনুষ্ঠিতব্য মহা-সমাবেশ সফলে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি