দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের অভিনন্দন

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২২

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের অভিনন্দন

সিল নিউজ বিডি ডেস্ক :: দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেট’র প্রথম পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, নিরলস সমাজকর্মী, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর এবং সাধারণ সম্পাদক প্রতিশ্রুতিশীল সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ নেতৃবৃন্দ।

এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার মাসিক বাসিয়া সম্পাদক মোহাম্মদ নওয়াব আলী ও সাধারণ সম্পাদক এম আলী হোসাইন, সিনিয়র সহ সভাপতি গীতিকবি হরিপদ চন্দ, সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান সহ পরিষদের নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রাচীনকাল থেকে একটি ঐতিহ্যবাহী জনপদ। সাহিত্য-সাংবাদিকতা সহ বিভিন্ন দিক থেকে এই অঞ্চলের রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস।

নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ সুরমার সাহিত্যিক-সাংবাদিকরা দেশ-বিদেশে সুনাম কুড়িছেন। তারই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন নেতৃত্ব আরো দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দক্ষিণ সুরমা উপজেলার সামগ্রিক উন্নয়নে অবধান রাখবেন বলে আমরা আশাবাদী

এ সংক্রান্ত আরও সংবাদ