করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি সচল: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২২

করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি সচল: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে আছে। বেশ কিছুদিন ধরে করোনায় মৃত্যু শূন্য রয়েছে। আক্রান্তের হারও কমে গেছে। সারাদেশে ৪০-৬০ জন আক্রান্ত হচ্ছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি সচল রয়েছে। টিকা কার্যক্রমও সফলতার সঙ্গে হচ্ছে।

শুক্রবার মানিকগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় তিনি আরও বলেন, টার্গেটের জনসংখ্যার প্রায় শতকরা ৯৫ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়ে গেছে। আর দেশের জনসংখ্যা অনুযায়ী ৭৫ ভাগ টিকা দেওয়া হয়েছে। যারা বুস্টার ডোজ নেননি, তারা দ্রুত ডোজ নিয়ে সুরক্ষিত থাকবেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকাদান কার্যক্রমে সফলতার জন্য বাংলাদেশ বিশ্বের মধ্যে আট নম্বরে অবস্থান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈশ্বিক টিকা জোট ‘গ্যাভি’ টিকা চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছে।

বাংলাদেশ ভালো অবস্থান রয়েছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, বাংলাদেশে এখনও শ্রীলঙ্কার মতো হয়নি, যেখানে এখন খাওয়া নেই, ওষুধ নেই, পেট্রোল নেই, চলা-ফেরার দুরাবস্থা হচ্ছে। সরকার পতনের অবস্থা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।

সূত্র : বিডি-প্রতিদিন