সিলেট ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২২
শাবিপ্রবির প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটির ১৯ তম কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের হুমায়ুন কবীর রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. ইমরুল হাসান মনোনীত হয়েছেন।
শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’ এর ২০১২ নাম্বার রুমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, অধ্যাপক শরীফা ইয়াসমিন, আইআইসিটির সহকারী অধ্যাপক সামীর মাহমুদ, ১৮তম কার্যনির্বাহী কমিটির সভাপতি ফাহিম আল হৃদয়, সাধারণ সম্পাদক আকরাম হোসাইন এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি শাহরিয়ার মানিক আকাশ, মো. মাহিন শাহরিয়ার, সহ সাধারণ সম্পাদক পদে আরমান রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বায়জিদ আহম্মেদ, কোষাধ্যক্ষ পদে সাবরিনা মমতা, সহ কোষাধ্যক্ষ পদে ইসরাত জাহান, প্রোডাকশন সম্পাদক পদে ইমতিয়াজ হোসাইন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে অলক নন্দন, ওয়ার্কশপ এন্ড স্টাডি সার্কেল সম্পাদক প্রবাল বড়ুয়া, মিডিয়া এন্ড কমিউনিকেশন সম্পাদক আরজু বিন নাসির, স্ক্রিনিং এন্ড ফেস্টিভ্যাল সম্পাদক আরিফুল ইসলাম শিশির।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নুসরাত জাহান ইমা, মো. ফাহিম শাকিল, সাকিব মিয়া মনোনীত হয়েছেন। এছাড়া সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে হৃদয় আহমেদ, আকরাম হোসাইন মনোনীত হয়েছেন।
এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি