সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
এনামুল কবির মুন্না :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদির (৭৫) আর নেই। শনিবার দিবাগত রাত ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে বগুলা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি —রাজিউন)। তিনি বগুলা গ্রামের মৃত আলাবক্ত মিয়ার পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকাল ২টায় তার নিজ বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে তার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি