সেহরি খাওয়ার জন্য উঠলে কৃষককে পিটিয়ে জখম

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২২

সেহরি খাওয়ার জন্য উঠলে কৃষককে পিটিয়ে জখম

সিলনিউজ বিডি ডেস্ক :: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার যাত্রাবাড়ী এলাকায় চুরির অপবাদ দিয়ে এক কৃষককে পিটিয়ে জখম করেছে তিন ব্যক্তি। আহত ওই কৃষকের নাম শহীদ খান। তিনি বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সোমবার রাতে আহতের ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে কলমাকান্দা থানায় তিনজনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন।

জানা গেছে, উপজেলার যাত্রাবাড়ী গ্রামের শহীদ খানের সাথে বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী রামপুর গ্রামের রোকন মিয়ার গ্রাম্যবিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার ভোরে শহীদ খান সেহরি খেতে ঘুম থেকে উঠে বারান্দায় হাত-মুখ ধোয়ার জন্য বের হলে রোকন মিয়া, তার ছেলে আনোয়ার ইসলাম ও মিন্টু লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে রোকন মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তার দোকানে রাতে চুরি করতে গেলে স্থানীয় লোকজন শহীদকে মারধর করেছে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।