কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২২

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউপির গুপ্তগ্রাম এলাকায় রেললাইনে নিহতের মরদেহ দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

অজ্ঞাত নারীর মরদেহ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুলাউড়া রেলওয়ে থানার ওসি শ.ম কামাল হোসেন জানান, কুলাউড়া- ছকাপন রেললাইনে ট্রেনে কাটা একটি লাশ পাওয়া গেছে। তবে নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রেল পুলিশ অজ্ঞাত (৪২) নারীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে বা বুধবার ভোরে ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হতে পারে। মৃতদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ