সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২২

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সিলনিউজ বিডি ডেস্ক :: পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গরীব ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) দুুপুরে নগরীর রাজার গল্লি এলাকায় এডভোকেট সালমা সুলতানার বাসভবনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিসিক সংরক্ষিত মহিলা কাউন্সিলর, এডভোকেট সালমা সুলতানার পরিচালায় এবং সভাপতি সালমা বাসিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজানে যার যার তৌফিক অনুযায়ী বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। শুধু তাই নয় মহিলা আওয়ামী লীগের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, রোকেয়া পদকপ্রাপ্ত, এবং সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শামছুন্নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার সভাপতি মিসেস হেলেন আহমদ, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, জাহানার খানম মিলন, মাধুরী গুণ, সুষমা সুলতানা রুহি, তামান্না আক্তার হেনা, জাহানারা বেগম, রাবিয়া বেগম, রুনা আক্তার, নুরুন্নাহার, নাসরিন বেগম, মাধবী ভট্রাটার্য, সোনিয়া আক্তার নাফিয়া, ঝুমা রানী দাস, নাসরিন জাহান, খাদিজা বেগম, হালিমা বেগম, তসমিলা বেগম, জয়মতি রানী, মোছা. হাছিনা বেগম, কয়তুনন্নেছা, আফিয়া বেগম, রাশিদা বেগম চৌধুরী, রাহেনা বেগম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ