সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: কুমিল্লায় সংবাদকর্মী মহিউদ্দিন সরকার নাইম হত্যার এজাহার নামীয় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলি আদালতের বিচারক বেগম শারমিন রিপা দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এজাহার নামীয় দুই আসামি হলো- মো. ফরহাদ মৃধা ওরফে মনির হোসেন ও মো. পলাশ মিয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা বুড়িচং থানার উপ-পরিদর্শক শরীফ রহমান জানান, বুধবার মহিউদ্দিন সরকার নাইম হত্যা মামলার এজহার নামীয় দুই আসামি মো. ফরহাদ মৃধা ও মো. পলাশ মিয়ার সাত দিনের রিমান্ড আবেদন করি। আদালত দুই দিনের রিমান্ড দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তে মহিউদ্দিন সরকার নাইম গুলিতে নিহত হন। ১৪ এপ্রিল এ ঘটনায় নিহত নাইমের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুসহ তিনজনকে এজাহার নামীয় ও ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই এজাহারনামীয় দুইজনসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর ১৬ এপ্রিল দিবাগত রাতে কুমিল্লার গোলাবাড়ি সীমান্তে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন মামলার প্রধান আসামি রাজু।
সূত্র : বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি