সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২২
বিনোদন ডেস্ক :: ধীরে ধীরে বলিউডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দক্ষিণী ছবি। গত কয়েক বছর ধরে ‘বাহুবলী’, ‘পুষ্পা’, ‘কেজিএফ’ ছবিগুলো যেভাবে বক্স অফিসে ঝড় তুলছে, তাতে বোঝাই যাচ্ছে খুব শিগগিরই গোটা দেশে দক্ষিণী ছবিই রাজত্ব করবে। অন্তত ফিল্ম সমালোচকরা এমনটাই মনে করছেন। তবে শুধু সমালোচকরাই নয়। এ রকমটাই মনে করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। আর তাই তো সমপ্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানিয়ে দিলেন, দক্ষিণী ছবি থেকে সুপারহিট ফর্মুলা জেনে ফেলেছি। এবার আমি একটা ছবি বানাবো! গপ্পোটা হলো, ‘কেজিএফ ২’ ছবি বক্স অফিসে দারুণ সফল। গোটা দেশেই এই ছবি ঝড় তুলেছে।
এই ছবিতে প্রশংসিত হয়েছে সঞ্জয় দত্তর অভিনয়ও। এক সাক্ষাৎকারে সঞ্জয় জানালেন, ছবি হিট করানোর একটা ফর্মুলা রয়েছে। দক্ষিণী ছবি থেকে সেটা শেখা দরকার। কেজিএফ ছবি করার সময় সেই ফর্মুলা আমি শিখে ফেলেছি। এবার আমি একটা ছবি বানাবো। এই সাক্ষাৎকারে ছবি পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করলেন সঞ্জয় দত্ত। তার কথায়, আগামী তিন বছরের মধ্যে একটা ছবি তৈরি করবো। মোটামুটি এটাই প্ল্যান রয়েছে। ‘কেজিএফ ২’ ছবিতে অভিনয় করার সময় অনেক কিছু শিখে ফেলেছি। সেগুলোই কাজে লাগাবো আমার ছবিতে। তবে আপাতত, হাতের কাজগুলোই শেষ করতে চাই। শরীরের দিকেও তো নজর দিতে হবে!
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি