সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২২
মুফতি মুহাম্মাদ এহছানুল হক মুজাদ্দেদী :: মাহে রমজান ইবাদতের বসন্তকাল। নেক আমলের সওয়াব অর্জন করার ভরা মৌসুম। রহমত, মাগফিরাত ও নাজাতের এ মাস। প্রিয় রসুল (সা.) বলেন, ‘রমজান বরকতময় মাস, তোমাদের মাঝে উপস্থিত হয়েছে। এ মাসে আল্লাহ একটি রাত দান করেছেন, যা হাজার মাস থেকে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে বঞ্চিত হলো আল্লাহর মহাকল্যাণ থেকে।’ (ইবনে মাজাহ)। এ মাসে রয়েছে অনেক নেক আমল। আমরা কয়েকটি বিশেষ আমল উল্লেখ করছি। আমলগুলো কবুল হবে যদি নিচের এ দুটি শর্ত পাওয়া যায়। এক. সহি নিয়ত আর ইখলাস। একনিষ্ঠতার সঙ্গে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা। আল্লাহ বলেন, ‘আর তাদের কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে তাঁরই জন্য দীনকে একনিষ্ঠ করে।’ (সুরা বাইয়্যেনাহ, আয়াত ৫)। দুই. ইবাদতের ক্ষেত্রে প্রিয় নবী (সা.)-এর অনুকরণ ও অনুসরণ করা। আল কোরআন বলছে, ‘আর রসুল (সা.) তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ কর, আর যা থেকে তিনি নিষেধ করেন তা থেকে বিরত হও।’ (সুরা হাশর, আয়াত ৭)। তাহলে রমজানের বিশেষ আমলগুলো জেনে নিই। রমজানের প্রধান ও সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হচ্ছে শরিয়তের বিধান অনুযায়ী ইখলাসপূর্ণ পুরো মাস রোজা রাখা। বুখারি ও মুসলিমে বর্ণিত, ‘যে ব্যক্তি রমজানের রোজা ইমান, সওয়াব, ইখলাসের সঙ্গে রাখবে তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ তারাবি নামাজ ও তাহাজ্জুদ আদায় : মহানবী (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি ইমান ও ইহতিসাব তথা ইমান, সওয়াব ইখলাসের সঙ্গে রমজানে কিয়ামুল লাইল তথা তারাবি ও তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দেবেন।’ (বুখারি, মুসলিম)। আমরা ২০ রাকাত তারাবি নামাজ আদায়ে মনোযোগী হব। প্রতিদিন অধিক সময় কোরআন মজিদ তিলাওয়াত করব, আল কোরআনের অর্থ ও তাফসির বুঝব। হাদিসে বর্ণিত, ‘হজরত জিবরাইল (আ.) রমজানের শেষ দিন পর্যন্ত প্রতি রাতে রসুল (সা.)-এর সঙ্গে সাক্ষাৎ করতেন আর রসুল (সা.) তাকে কোরআন মজিদ তিলাওয়াত করে শোনাতেন।’ (বুখারি)। দান, সদকা করা, রোজাদারকে ইফতার করানো : হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেন, ‘রমজানের সদকা সবচেয়ে উত্তম সদকা।’ (তিরমিজি)। তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সেও রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। এতে রোজাদারের সওয়াব মোটেও কমানো হবে না।’ (মিশকাত)। যাদের ইফতার-সাহরির ব্যবস্থা নেই, গরিব-দুঃখীদের আমরা সাধ্যমতো ইফতার-সাহরির ব্যবস্থা করব। নিজেকে হালাল উপার্জনে নিয়োজিত রাখা : ইবাদত কবুলের পূর্বশর্ত হালাল রুজি। আহার ও রুজি হারাম হলে আল্লাহর দরবারে ওই ব্যক্তির কোনো ইবাদতই কবুল হবে না। মাহে রমজানে এর গুরুত্ব বেড়ে যায় বহুগুণ। রসুল (সা.) রমজানে হালাল রুজির প্রতি যত্নবান ব্যক্তির জন্য ভবিষ্যদ্বাণী উচ্চারণ করে বলেন, ‘যার রমজান নিরাপদে কাটল, তার পুরো বছরই নিরাপদে কাটল।’ (তিরমিজি)। বেশি বেশি দোয়া ও ইসতিগফার করা : মহানবী (সা.) ইরশাদ করেন, ‘রমজানে বান্দার দোয়া কবুল করা হয়।’ (হাদিসের অংশ)। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি রমজান পেয়েও স্বীয় গুনাহ ক্ষমা করাতে পারল না তার ওপর লানত, ধ্বংস।’ (বুখারি)। ইতিকাফ করা : বুখারিতে বর্ণিত, ‘হুজুর (সা.) প্রতি রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করতেন। যে বছর তিনি ইন্তেকাল করেন, সে বছরও ২০ দিন ইতিকাফ করেন। রসুল (সা.)-এর ওফাতের পর তাঁর স্ত্রীরা নিয়মিত ইতিকাফ করতেন।’
শবেকদর তালাশ : হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) ইরশাদ করেন, ‘রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতে শবেকদর তালাশ কর।’ অন্য হাদিসে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি ইমান, সওয়াব ও ইখলাসের সঙ্গে শবেকদরে ইবাদত করল তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।’ (বুখারি, মুসলিম)।
লেখক : বেতার-টিভির ইসলামবিষয়ক উপস্থাপক
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি