মৌলভীবাজারে প্রাইভেটকারের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২

মৌলভীবাজারে প্রাইভেটকারের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: বাবাকে গ্রামের বাড়ি রেখে দোকানে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় মৌলভীবাজার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রুমেল আহমেদ (৩২) নিহত হয়েছেন।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার পৌর শহরের এম সাইফুর রহমান সড়কের পুরাতন থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডে রুমেল আহমেদের পোশাকের দোকান রয়েছে। বাবাকে গ্ৰামের বাড়ি রেখে মোটরসাইকেলে দোকানে ফিরছিলেন রুমেল। পথে একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমদ বলেন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রুমেল ইফতারের আগমুহূর্তে এম সাইফুর রহমান রোডের পুরাতন থানা সংলগ্ন রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ