সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২
স্পোর্টস ডেস্ক :: নেদারল্যান্ডস সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান।
১৬, ১৮ ও ২১ আগস্ট তিনটি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে এই দুদল ১৯৯৬ ও ২০০৩ সালে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। আর ২০০২ সালে হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি ম্যাচ জিতেছিল পাকিস্তান।
এর আগে এ দুই দলের ওডিআই সিরিজটি ২০২০ সালে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সিরিজটি স্থগিত করা হয়।
স্বাগতিক নেদারল্যান্ডস মেনস ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ১০ ম্যাচের মধ্যে দুটি জিতেছে। আর পাকিস্তান তাদের ১২টি ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচ জিতেছে। এই ইভেন্টটিতে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া মেনস ক্রিকেট বিশ্বকাপে সেরা সাত দল নির্ধারণ করা হবে। আর ভারত সরাসরি বিশ্বকাপে খেলবে।
তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।
এস:এম:শিবা
যুগান্তর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি