সিলামে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবাসী নজরুল ও লাকীর পক্ষ থেকে কম্পিউটার প্রদান

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২

সিলামে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবাসী নজরুল ও লাকীর পক্ষ থেকে কম্পিউটার প্রদান

সিলনিউজ বিডি ডেস্ক :: যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম হান্নান ও লাকী নিজামীর ব্যক্তিগত পক্ষ থেকে দক্ষিণ সুরমার সিলামের গোল্ডেন ফিউচার একাডেমি এন্ড হাইস্কুলে কম্পিউটার প্রদান করা হয়েছে।

দক্ষিণ সুরমার সিলাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম হান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক লাকী নিজামীর ব্যক্তিগত পক্ষ থেকে সিলামের গোল্ডেন ফিউচার একাডেমি এন্ড হাইস্কুলে ১টি কম্পিউটার ও ১টি প্রিন্টার মেশিন প্রদান করা হয়েছে।

কম্পিউটার প্রদানকালে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য প্রবাসী সিলাম ওয়েলফেয়ার ট্রাস্টের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক লাকী নিজামী, সদস্য- যুক্তরাজ্য প্রবাসী মোঃ সাহেদ মিয়া, গোল্ডেন ফিউচার একাডেমি এন্ড হাইস্কুলের সভাপতি রুহেল খন্দকার, প্রিন্সিপাল ও কমিটির সদস্য মোঃ সারোয়ার হোসেন, সচিব বিশ্বজিৎ চক্রবর্তী, অর্থসচিব মনিরুল ইসলাম তুরন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য এম. সারওয়ার হোসেন সৌরভ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রব ইমরান, আবুল হাসান ইমন, মু. আবু নাঈম, ফাহিম আহম ও রাহিম আহমদ প্রমুখ।

জানা যায়, সিলাম ওয়েলফেয়ার ট্রাস্ট সিলামের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময় ট্রাস্টের পক্ষ থেকে সিলামের হতদরিদ্র মানুষকে উনারা সাহায্য-সহযোগিতা করে থাকেন।

এ সংক্রান্ত আরও সংবাদ