দোয়ারাবাজারে আপত্তিকর ছবি পোস্ট করায় যুবক আটক

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২

দোয়ারাবাজারে আপত্তিকর ছবি পোস্ট করায় যুবক আটক

দোয়ারাবাজারে আপত্তিকর ছবি পোস্ট করায় যুবক আটক

দোয়ারাবাজার প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফেসবুকে আপত্তিকর ছবি ও কথাবার্তা পোস্ট করায় রইছ মিয়া (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

সে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে। বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে মাঠগাঁও গ্রামের মোকসুদুর রহমানের মেয়ে নাসরিন আক্তার বাদি হয়ে একই গ্রামের রইছ মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

বাদি নাসরিন আক্তার বলেন, আসামি রইছ মিয়া আমার ব্যক্তিগত ছবি ও নামে ভূয়া ফেসবুক আইডি খুলে আমার বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ, মানহানি ও আপত্তিকর কথাবার্তা প্রচার করে থাকে। বুধবার বিকেলে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে থাকি।

মামলার তদন্তকারী অফিসার এসআই সাইদুল হাওলাদার আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।