সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় তারেক আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে।
পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির পশ্চিম ঘোলষা গ্রামে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারেক আত্মহত্যা করেছেন। তবে নিহত তারেকের স্বজন ও স্থানীয়দের দাবি, পূর্ব শত্রুতার জেরে কেউ হয়তো তারেককে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। নিহত তারেক দক্ষিণ শাহবাজপুর ইউপির পশ্চিম ঘোলষা গ্রামের ছালিক উদ্দিনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে তারেক আহমদ পরিবারের সঙ্গে সেহরি খেয়ে ফজরের নামাজের পড়ার উদ্দেশ্যে বাড়িতে থেকে বের হন। স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ পড়লেও পরে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে স্বজনরা বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের সঙ্গে নেট কাপড় দিয়ে তারেককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
নিহত তারেকের স্বজন ও স্থানীয় লোকজন জানান, তারেক সেহরি খেয়ে এলাকার মসজিদে ফজরের নামাজ পড়ে স্বজনদের কবর জিয়ারতও করেছেন। পরে সে আর বাড়ি ফেরেনি। তারা বলেন, কেউ আত্মহত্যা করলে তার লাশ মাটি থেকে কিছুটা উপরে ঝুলন্ত অবস্থায় থাকে। তবে তারেকের পা মাটিতে নামানো দেখে আমরা ধারণা করছি কেউ হয়তো তাকে হত্যার পর লাশ নেট কাপড় দিয়ে কাঁঠাল গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বৃহস্পতিবার বিকেলে বলেন, তারেক আহমদ নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ঝুলন্ত অবস্থায় পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শরীরের আঘাতের কোনো চিহ্ন মেলেনি। তবে গলায় কিছু দাগ আছে। প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি