সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২
জৈন্তাপুরে জেলা প্রশাসকের সাথে মত বিনিময়
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে সকল বিভাগীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷
২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ টায় সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বিভিন্ন উন্নয়ন মুলক কাজে পরিদর্শন করেন ৷ তিনি পরিদর্শনের শুরুতেই জৈন্তাপুর মডেল থানায় মহিলা পুলিশ সদস্যদের জন্য নির্মিত ব্যারাক পরিদর্শন, লাল শাপলা বিলের বাঁধ পরিদর্শন, লক্ষীপুর রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ৷
বিকাল ২টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- বশিরুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান ৷
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, ইউপি চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, ফখরুল ইসলাম, মোঃ সুলতান করিম, বাহারুল আলম বাহার, মোঃ রফিক আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরছালিন রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, মানবাধিকার কর্মী ফনি দে, অধ্যক্ষই রুহিনী রঞ্জন দে, মাষ্টার আব্দুল জলিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, ঝুটন চন্দ্র সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, সাংবাদিকগন উপস্থিত ছিলেন ৷
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সীমান্ত চোরাচালান, শ্রীপুর পাথর কোয়ারী ও সারী নদীর মামলা ভুক্ত সারী-১মামলা প্রত্যাহার, বিজিবি কর্তৃক নিরীহ মানুষদের উপর হয়রানী বন্দ, বিজিবি কর্তৃক সীমান্ত চোরাচালান বাণিজ্যে চাঁদাবাজী বন্দ করতে করতে, বন্যা দূর্ঘতদের সহয়তা প্রদান, বাঁধ নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ বিষয়ে আলোচনা করেন ৷
জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, দারিদ্রকে পুঁজি করে আবেগ তাড়িত হয়ে কোন প্রকার অবৈধ কাজ করা যাবে না ৷ সরকারের পক্ষ হতে যে সমস্ত কাজকে অবৈধ ঘোষনা করা হয়েছে সে গুলোকে মানতে হবে ৷ জৈন্তাপুরের বিভিন্ন স্থানে চাষাবাদ যোগ্য আবাদি জমি অনাবাদি পড়ে রয়েছে সে গুলোকে কাজে লাগানোর অনুরোধ করেন ৷ কোয়ারী যেহেতু সরকারী নির্দেশনায় বন্দ রয়েছে সেখান হতে কোন বাহিনীর মদদে কিংবা অন্য কোন উপায়ে কাজ করা হতে বিরত থাকার আহবান জানান৷
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি