ঈদ নাটকে জাহিদ-নাবিলা

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২২

ঈদ নাটকে জাহিদ-নাবিলা

বিনোদন ডেস্ক :: তরুণ নির্মাতা আব্দুল্লাহ আকাশ সম্প্রতি বেশকিছু টেলিভিশন নাটক পরিচালনা করেছেন। তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদ উপলক্ষে ‘তুমি আমাকে ভাইরাল করে দাও’ শিরোনামে একটি টিভি নাটক পরিচালনা করেছেন। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী নাবিলা ইসলাম। আরও রয়েছে দিপা দাস, তানজিলা ফাহিম শিখন, রফিক নটবর, রূপা, আনোয়ার খান, বিধান ও স্বয়ং পরিচালক আব্দুল্লাহ আকাশসহ অনেকে। নাটকটি সম্পর্কে আব্দুল্লাহ আকাশ বলেন, এর গল্প সমসাময়িক। বিশেষ করে বর্তমান প্রজন্মের বেশির ভাগ তরুণ-তরুণী শিল্প-সংস্কৃতির নাম করে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য যা নয় তাই করে যাচ্ছে, এক প্রকার বড় ধরনের ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, এসব ব্যাধি কী আকার ধারণ করছে, সেটি হাস্যরসাত্মকভাবে নাটকটিতে তুলে ধরা হয়েছে। আশা করি সব মিলিয়ে নাটকটি দর্শকদের ভালো লাগবে।