সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনএন ইন্টারন্যাশনাল কমার্শিয়াল (সিএনএনআইসি) আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পোশাক শিল্পের সাফল্যের গল্প তুলে ধরার জন্য একসঙ্গে কাজ করতে ইচ্ছুক।
বৃহস্পতিবার ঢাকায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি’র উপস্থিতিতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং সিএনএনআইসি-এর মধ্যে আলোচনাকালে এই ইচ্ছা প্রকাশ করা হয়। বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সিএনএনআইসি দলে ছিলেন জেমস হান্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অব গ্লোবাল ক্লায়েন্ট সলিউশনস, রবার্ট ব্র্যাডলি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব এপিএসি, এলএটিএএম, অ্যাডসেলস অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিজিটাল স্ট্র্যাটেজি, অভিজিৎ ধর, ডিরেক্টর, সেলস এবং মেহের আনন্দ, অ্যাকাউন্ট ম্যানেজার।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক এমপি এবং স্পেলবাউন্ড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সাদেকুল আরেফিনও উপস্থিত ছিলেন।
বিজিএমইএ এবং সিএনএনআইসি কিভাবে একসঙ্গে কাজ করে বিশ্ববাসীর সামনে বাংলাদেশের পোশাক শিল্পের সাফল্যের গল্প উপস্থাপন করতে পারে, বিশেষ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিল্পের বিশাল অবদানের চিত্র সবার সামনে তুলে ধরতে পারে, তা নিয়ে আলোচনা করেন।
কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের কল্যান প্রভৃতি ক্ষেত্রে শিল্পের অসাধারন অর্জনগুলো বিশ্ববাসীকে জানানোর ক্ষেত্রে সিএনএনআইসি কিভাবে সহায়তা করতে পারে, সেটি নিয়েও তারা আলোচনা করেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ২০২২ সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য ইভেন্ট, মেড ইন বাংলাদেশ উইক সম্পর্কে সিএনএনআইসি দলকে অবহিত করেন। তিনি বলেন, বিজিএমইএ এর উদ্যোগে আয়োজিতব্য এই ইভেন্টটিতে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পোশাক শিল্পের প্রধান স্টেকহোল্ডারগণ আসবেন, যেখানে সিএনএন বাংলাদেশের পোশাক শিল্পের প্রচারে সহযোগিতা প্রদান করতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি