সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের চানপুর গ্রামের লেচু মিয়ার ছেলে খোকন মিয়া (২৪), একই গ্রামের ফারুক মিয়ার ছেলে রহিম মিয়া (১৫) ও চুনারুঘাট উপজেলার দুবারিয়া গ্রামের হাজী তরিক উল্লার ছেলে জলফু মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাট যাচ্ছিল। থানা ভবনের সামনের দিয়ে ইজিবাইকটি মহাসড়কে উঠলে ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান সেটিকে চাপা দেয়। এতে ইজিবাইকের চালক জলফু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এতে আহত দুই যাত্রীকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেছেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন রহিম মিয়া।
তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ ও চালকসহ দুইজনকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি