জামেয়া মোহাম্মদিয়া সিলেটের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২

জামেয়া মোহাম্মদিয়া সিলেটের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেট নগরীর ৩৭নং ওয়ার্ডের উত্তর পশ্চিম কোণে শাবিপ্রবির সংলগ্ন আখালিয়া টিলারগাঁও ডলিয়ায় স্থাপিত জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদ্রাসা ও এমিতখানার উদ্যোগে গত ২২ এপ্রিল শুক্রবার জামেয়া ক্যাম্পাসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামেয়ার মজলিসে আমেলার সহ সভাপতি বৃহত্তর টিলারগাঁওয়ের বিশিষ্ট মুরব্বী আব্দুর রহমান আব্দুলের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা মুহাম্মদ জহুরুল হক ও মাওলানা সাজ্জাদুর রহমান আমিনীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামেয়ার মজলিসে শূরা সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আলহাজ্ব আ ন ম ওহিদ কনা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন শায়খুল হাদীস উবায়দুল্লাহ জহির, জামিউল উলুম মাদরাসার প্রিন্সিপাল এম.এ আলী জালালাবাদী, বিশিষ্ট সাংবাদিক আব্দুল ওয়াহিদ চৌধুরী, সাহেদ আহমদ শান্ত। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুল মালিক, মাওলানা মাহতাবুল ইসলাম, মাওলানা আবুল হাসান কানাইঘাটী, সৈয়দ নুর উদ্দিন আহমদ, হাজী সুফু মিয়া, তালুকদার তাজুল ইসলাম, হাজী ইউনুস আলী, লোকমান আহমদ, হাফিজ তারিকুল ইসলাম, আব্দুল কাদির, রফিক মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আ ন ম ওহিদ কনা মিয়া বলেন, মানব জীবনের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে তাকওয়া অর্জন। তাকওয়া বা আল্লাহভীতি অর্জনের প্রধান উপায় হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি হলো অন্তর সংশোধন, খাঁটি করা, পাপমুক্ত করা, কলুষমুক্ত করা। আল্লাহতায়ালার স্মরণ, আনুগত্য ও ইবাদত ব্যতীত অন্যসব অন্যায় কাজ থেকে অন্তর পবিত্র রাখাকে আত্মশুদ্ধি বলা হয়। মানুষের আত্মিক প্রশান্তি, উন্নতি ও বিকাশ সাধনের জন্যও আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অপরিসীম। আত্মশুদ্ধি মানুষকে বিকশিত করে। পবিত্র রমজান সিয়াম সাধানের মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করা সম্ভব। তিনি রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা চলতে পারলে দুনিয়া ও আখিরাতে লাভবান হবো। তিনি আরো বলেন, অসহায় গরীব ও এতিম শিক্ষার্থীরা সমাজের বৃহৎ একটি অংশ। তাদের মধ্য থেকেও হতে পারে জাতির একজন কর্ণধার। গরীব ও এতিম শিক্ষার্থীদের সুশিক্ষিত করতে জামেয়া মোহাম্মদিয়া সিলেট কাজ করে যাচ্ছে। তিনি পবিত্র কোরআন নাজিলের এ মাসে গরীব-এতিম শিক্ষার্থীদের সাহায্যে সমাজের বিত্তশালী ও প্রবাসীসহ সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ