সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২
অনলাইন ডেস্ক :: শুক্রবার রাতে শেষ ওভারে নো বল নিয়ে চূড়ান্ত বিতর্কের মাঝেই শেষ হয় দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্য়ালসের ম্যাচ। ওবেড ম্যাকয়ের এক ফুলটস বলে আম্পায়ার নো বল না দেওয়ায় তার বিরুদ্ধে গর্জে উঠেন দিল্লির অধিনায়ক ঋষভ পান্ত। মাঠে সহকারী কোচ প্রবীণ আমরেকে পাঠানো থেকে দল তুলে নেওয়ার প্রচেষ্টা সবই করেন তিনি। তবে এই ঘটনায় দিল্লির অধিনায়কের পাশে নেই তারই দলের আরেক সহকারী শেন ওয়াটসন।
ম্যাচ শেষে ওয়াটসন স্পষ্ট জানিয়ে দেন তিনি কোনওভাবেই এই ঘটনাকে সমর্থন করছেন না। বরং অধিনায়ক পান্তের বিরুদ্ধে গিয়ে তিনি বলেন, “শেষ ওভারে যেটা হয়েছে, তা খুবই হতাশাজনক। দিল্লি ক্যাপিটালস কোনওভাবেই এটাকে সমর্থন করে না। আম্পায়ারের সিদ্ধান্ত মানতেই হবে, তা ঠিক ভুল যাই হোক না কেন। কেউ হঠাৎ করে মাঠে ঢুকে প্রতিবাদ জানাবে, এটা মানা যায় না। এটা একেবারেই অনুচিত। ছোট থেকেই আমাদের সেখানো হয়েছে যে আম্পায়ারের সিদ্ধান্তই মেনে নিতে হবে। এখানেও আমাদের তাই করা উচিত ছিল।”
পরপর তিনটি ছক্কা মারার পর ওবেড ম্যাকয়ের ওই ওভারের শেষ তিন বলের একটিতেও ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি রোভম্যান পাওয়েল। নো বল বিতর্কের জেরে দীর্ঘ বিলম্ব তার দলেরই সুবিধা করে দিয়েছে বলে দাবি করেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। কার্যত সঞ্জুর কথা মেনে নিয়েই ওয়াটসনের দাবি, “খেলার মাঝে এমন বড়সড় একটা স্টপেজের জেরে স্বাভাবিক গতিটা নষ্ট হয়ে যায়। এর ফলে ম্যাকয় নিজেকে সামলে নেওয়ার কিছুটা সময়ও পেয়ে যায়। স্টপেজটা রাজস্থানকেই সাহার্য করেছে। গোটা বিষয়টাই দুর্ভাগ্যজনক।” সূত্র: হিন্দুস্তান টাইমস
সূত্র : বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি