সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২
অনলাইন ডেস্ক :: এ বছর বিশ্বের সব দেশ থেকে হজযাত্রীদের জন্য কোটা অনুমোদন করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বিশ্বস্ত সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে সৌদি গেজেট।
এবার সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ার হজযাত্রীর কোটা বরাদ্দ সবচেয়ে বেশি। মন্ত্রণালয় ইন্দোনেশিয়ার জন্য ১ লাখ ৫১ জনের কোটা বরাদ্দ করেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান, দেশটির ৮১ হাজার ১৩২ জন এবার হজে যেতে পারবে। এরপর রয়েছে ভারত, দেশটির ৭৯ হাজার ২৩৭ জন এবার হজে যেতে পারবে।
আর বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ জন।
আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা সবচেয়ে কম কোটা বরাদ্দ পেয়েছে। দেশটির মাত্র ২৩ জন যাত্রী এবার হজে যেতে পারবেন।
আরব দেশগুলো মধ্যে এ কোটা প্রাপ্তিতে শীর্ষে রয়েছে মিশর, দেশটির ৩৫ হাজার ৩৭৫ জন এবার হজে যেতে পারবেন। আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়ার সবচেয়ে বেশি ৪৩ হাজার ৮ জন হজে যেতে পারবেন।
ইরানের জন্য বরাদ্দ কোটা ৩৮ হাজার ৪৮১ এবং তুরস্কের কোটা ৩৭ হাজার ৭৭০।
সূত্রমতে, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোটা বরাদ্দ করা হয়েছে ৯ হাজার ৫০৪, যেখানে রাশিয়ার জন্য কোটা ১১ হাজার ৩১৮, চীন ৯১৯০, থাইল্যান্ড ৫ হাজার ৮৮৫ এবং ইউক্রেনের জন্য ৯১টি আসন।
সূত্র : সৌদি গেজেট
সূত্র : বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি