বড়লেখায় সেতুর ওপর দোকান, ১৮ বছর ধরে দুর্ভোগে গ্রামবাসী

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২

বড়লেখায় সেতুর ওপর দোকান, ১৮ বছর ধরে দুর্ভোগে গ্রামবাসী

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ গাংকুল গ্রামের এক স্বার্থান্বেষী পরিবারের আপত্তিতে সরকারের ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ দেড়যুগ ধরে পড়ে রয়েছে। নির্মিত ব্রিজের উভয় দিকের সংযোগ সড়কে মাটি ভরাট করতে না দেওয়ায় প্রায় ২৫০ পরিবার ১৮ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।

অথচ সংযোগ সড়ক নির্মাণে বাধাদানকারী পরিবারের সদস্যরা কয়েক বছর ধরে ওই ব্রিজের ওপর দোকানঘর তৈরি করে দিব্যি ব্যবসা চালাচ্ছেন। দক্ষিণ গাংকুল গ্রামের অভ্যন্তরের রাস্তার সম্মুখে রেললাইন সংলগ্ন স্থানে এলজিইডি প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়। নির্মাণ কাজ শেষ পর হওয়ার পর ব্রিজের সংযোগস্থলে মাটি ভরাটে গফুর আলী, হারু মিয়া সহোদররা আপত্তি জানান। ফলে ব্রিজটি চালু করা যায়নি।

সংযোগ সড়ক তৈরিতে আপত্তিকারী গফুল আলীর ভাতিজা জয়নুল ইসলাম বলেন, ব্রিজটি আরও কয়েক হাত দক্ষিণ দিকে সরিয়ে তৈরির কথা ছিল। এখানে নির্মাণ করায় তাদের কিছু জমি নষ্ট হয়ে যাবে, তাই ব্রিজের উভয় পাশে মাটি ভরাট করতে দেননি।

এ সংক্রান্ত আরও সংবাদ