সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে জালালাবাদ এডুকেশন সোসাইটির উদ্যোগে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। আজ ২৪ এপ্রিল (২২ রামাদ্বান) সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লাস্থ শাহপরাণ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জালালাবাদ এডুকেশন সোসাইটির চেয়ারম্যান হাফিজ আব্দুল হাই হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চড়া জামেয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ছালেহ আহমদ, মেট্রো মেডিকেয়ারের পরিচালক আনোয়ার হোসেন পাঠান, শাহপরাণ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আসাদুর রহমান, কয়ছর আহমদ চৌধুরী ও আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আবুল কালাম।
ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, বুক ভরা আশা ও চোখ ভরা স্বপ্ন নিয়ে জালালাবাদ এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠা। এই সংস্থার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ যেন উপকৃত হন, সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি। সব মানুষের আন্তরিক সহযোগিতা পেলে, জালালাবাদ এডুকেশন সোসাইটির অগ্রযাত্রা কখনো থামবে না।
এসময় জালালাবাদ এডুকেশন সোসাইটির পক্ষ থেকে শাহপরাণ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় ২ লক্ষ টাকার অনুদান চেক হস্তান্তর করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান শহীদ আহমদ চৌধুরী সাজু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ আবু সালেহ এবং কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল খায়রাত।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি