ঈদে বৈশাখীতে ১৮ নাটক

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২

ঈদে বৈশাখীতে ১৮ নাটক

বিনোদন ডেস্ক :: বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে এবার থাকছে ১৮টি নাটক। এরমধ্যে ৭টি একক এবং ৭ পর্বের ৪টি ধারাবাহিক রয়েছে। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১০ মিনিটে। এবার ঈদে ৬টি নাটকেরই গল্প লিখেছেন বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এরমধ্যে ২টি একক ও ৪টি ৭ পর্বের ধারাবাহিক। একক নাটক ২টি হলো- সাজিন আহমেদ বাবুর পরিচালনায় রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, শহীদুজ্জামান সেলিম অভিনীত ‘ফুর্তির ফসল’, সরদার রোকনের চিত্রনাট্য ও পরিচালনায় ‘পোস্টমর্টেম’ নাটকে অভিনয় করেছেন, এ্যালেন শুভ্র, ফজলুর রহমান বাবু প্রমুখ। টিপু আলম মিলনের লিখা ৪টি ৭ পর্বের ধারাবাহিক হলো ফরিদুল হাসানের পরিচালনায় ‘হোটেল ফাইভ স্টার’। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা প্রমুখ।

তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায় ‘ঈদ টুর্নামেন্ট’-এ অভিনয় করেছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, রাশেদ সীমান্ত, মিহি আহসান প্রমুখ। হানিফ খানের পরিচালনায় ‘তেলবাজী কোচিং সেন্টার’ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, জাহিদ হোসেন শোভন, সারিকা প্রমুখ। আকাশ রঞ্জনের পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক ‘বার্থডে পুশিং’ এ অভিনয় করেছেন জামিল, স্বাগতা প্রমুখ। অপর ৫টি একক নাটকের মধ্যে জামাল মল্লিকের পরিচালনায় খায়রুল বাশার, সানজিদা প্রীতি অভিনীত ‘বায়ে প্ল্যাস্টিক’ ও হানিফ খানের পরিচালনায় রয়েছে ‘সাইরেন মানিক’। অভিনয় করেছেন জাহিদ হাসান, নাবিলা ইসলাম প্রমুখ। মেঘ হিমের রচনা ও পরিচালনায় ‘প্রেম আমার’-এ অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনিম তমা প্রমুখ। মজিবুল হক খোকনের পরিচালনায় ‘টিকটক বউ’ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, মৌসুমী হামিদ প্রমুখ। সিদ্দিকুর রহমানের রচনা ও পরিচালনায় একক নাটক ‘খোদা হাফেজ ঢাকা’। এতে সিদ্দিক ছাড়াও রয়েছেন একঝাঁক নতুন মুখ। এবারো ঈদের ৭ দিন রাত ১১টা ৩৫ মিনিটে প্রচার হবে ৭টি মেগা নাটক। ঈদের প্রথম দিন প্রচার হবে আকাশ রঞ্জন পরিচালিত ‘ব্রেক ফেইল-৩’, দ্বিতীয় দিন শামীম জামান পরিচালিত ‘চশমা পরিবার’, তৃতীয় দিন ফরিদুল হাসান পরিচালিত ‘সুন্দরী বাঈদানী’সহ সাতটি নাটক।