লাইসেন্সবিহীন হাতি নিয়ে গ্রেফতার ১

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২

লাইসেন্সবিহীন হাতি নিয়ে গ্রেফতার ১

সিলনিউজ বিডি ডেস্ক :: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে লাইসেন্সবিহীন ছয় বছর বয়সী একটি হাতিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বনকুড়া গ্রাম থেকে ওই ব্যক্তিকে আটক করেন বন বিভাগের কর্মকর্তারা। পরে তার বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতার ওই ব্যক্তির নাম আবদুর রউফ (৩৫)। তিনি উপজেলার বনকুড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। আজ তাকে শেরপুর আদালতে পাঠিয়েছে নালিতাবাড়ী থানা-পুলিশ।
পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার বনকুড়া গ্রামের আবদুর রউফ মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে হাতির মালিকের কাছ থেকে ছয় বছর বয়সী একটি হাতির শাবক নিয়ে আসেন। শাবকটি এলাকায় এনে বাজারে বাজারে গিয়ে চাঁদা তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি বন বিভাগের নজরে আসার পর আজ বেলা ১১টার দিকে বনকুড়া এলাকায় গিয়ে হাতিটির বৈধ কাগজপত্র দেখতে চান শেরপুর বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা সুুমন সরকার ও সদর রেঞ্জ কর্মকর্তা মনজুরুল আলম, মধুটিলা ইকোপার্কের রেঞ্জার আবদুল করিমসহ বন বিভাগের লোকজন। তখন হাতির মালিক আবদুর রউফ কোনো কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি। এ সময় হাতিসহ আবদুর রউফকে আটক করে নালিতাবাড়ী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে রেঞ্জার মনজুরুল আলম বাদী হয়ে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ৩২(১)ক এবং ২৪(১)/৪০ ধারায় থানায় মামলা করেন।

মধুটিলা ইকোপার্কের রেঞ্জার আবদুল করিম বলেন, ১০-১২ দিন আগে সার্কাস থেকে একটি হাতির শাবক নিয়ে আসা হয়। বিষয়টি বন বিভাগের নজরে আসে। অভিযান চালিয়ে হাতি ও ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হাতিটি তাদের জিম্মায় আছে। ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার বাদী মো. মনজুরুল আলম বলেন, হাতি লালন পালনের কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি ওই ব্যক্তি। তাই তাঁর বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া হাতিটি বন বিভাগের জিম্মায় আছে। তবে এটি বন্য হাতি নয়। সার্কাসের হাতি।

সূত্র : বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
20212223242526
2728293031  
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ