সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার, মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতী এ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের অধীনে কিশোরগঞ্জে ঈদ উপহার হিসেবে ৪৮৬ অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হয়েছে ঘর।
মঙ্গলবার কিশোরগঞ্জ সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে জমি ও গৃহ হস্তান্তর করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
প্রকল্পের অধীনে গৃহপ্রাপ্ত উপকারভোগী প্রত্যেককে দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে, যেখানে রান্নাঘর ও টয়লেটের সুবিধা রয়েছে। এছাড়াও আঙিনায় হাঁস-মুরগি পালন ও শাক-সবজি চাষেরও জায়গা রয়েছে। গৃহ প্রদানের মাধ্যমে পরিবারসহ একটি সুন্দর জীবন উপহার প্রদানের জন্য উপকারভোগীরা প্রধানমন্ত্রী’র প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, তিন ধাপে এ পর্যন্ত জেলায় মোট ২ হাজার ১৪৫টি “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের প্রক্রিয়া চলমান রয়েছে। বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে ৪র্থ ধাপে আগামী নভেম্বরের মধ্যে আরও ৩৯৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ নূরে আলম, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম প্রমুখ।
সূত্র : বিডিপ্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি