গোলাপগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সূচনার কিশোরী সমাবেশ

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২

গোলাপগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সূচনার কিশোরী সমাবেশ

 

সিলনিউজ ডেস্ক :: ‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ স্লোগানে গোলাপগঞ্জে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্প গোলাপগঞ্জের উদ্যোগে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে অনুষ্ঠিত হয়।

সমাবেশে নিউট্রিশন অফিসার মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদর্শন সেন।

এসময় উপস্থিত ছিলেন- আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্প গোলাপগঞ্জের মনিটরিং অফিসার মো. রাসেল ইসলাম, ইউনিয়ন কো-অর্ডিনেটর মো. নাজমুল ইসলাম।

এছাড়াও সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় অর্ধশতাধিক কিশোরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল গোলাপগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে।

এ সংক্রান্ত আরও সংবাদ