জৈন্তাপুরে মন্ত্রী ইমরানের পক্ষ থেকে ঈদ উপহার পাচ্ছে ১ হাজার পরিবার

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২

জৈন্তাপুরে মন্ত্রী ইমরানের পক্ষ থেকে ঈদ উপহার পাচ্ছে ১ হাজার পরিবার

জৈন্তাপুর প্রতিনিধি :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জৈন্তাপুর উপজেলায় সিলেট চার আসনের সাংসদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর পক্ষে থেকে অসহায় ও দুস্থদ এক হাজার পরিবার পাচ্ছে ঈদ উপহার।

এবিষয়ে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ জানান, প্রতিবারের ন্যায় এবারও মন্ত্রী ইমরান আহমদ এমপির পক্ষে থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

ইতিমধ্যে জৈন্তাপুর উপজেলার ৬ টি ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এর মাধ্যমে পাঠানো তালিকা অনুযায়ী প্যাকেটিং এর কাজ চলছে।

আগামীকাল শনিবার ৩০ এপ্রিল বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ উপহার সামগ্রী ইউনিয়ন ভিত্তিক বিতরণ করা হবে।

উপহার যা থাকছে চাল ৫ কেজি,সয়াবিন ২ লিটার,চিনি ২ কেজি,চানা ২ কেজি,ডাল ২ কেজি, ময়দা ১কেজি, সেমাই ২ প্যাকেট।

এ সংক্রান্ত আরও সংবাদ