সিলেটে আনা হবে সন্ধ্যায় আবুল মাল আব্দুল মুহিতের মরদেহ !

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২

সিলেটে আনা হবে সন্ধ্যায় আবুল মাল আব্দুল মুহিতের মরদেহ !

সিলনিউজ বিডি ডেস্ক :: সাবেক অর্থমন্ত্রী, খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক সিলেটের কৃতি সন্তান আবুল মাল আবদুল মুহিতের ৩টি জানাযা অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে।

সন্ধায় সিলেটে নিয়ে আশা হবে সাবেক এ মন্ত্রীর মরদেহ। পরে এখানেই দাফন করা হবে।

আজ শুক্রবার দিবাগত রাত ১ ঘটিকায় তিনি রাজধানীর একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮বছর।