মৌলভীবাজারে পালিত হচ্ছে সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২২

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২

মৌলভীবাজারে পালিত হচ্ছে সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২২

মৌলভীবাজারে পালিত হচ্ছে সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: “গতিসীমা মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হচ্ছে “সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২২। শনিবার কুলাউড়ায় মৌলভীবাজার জেলা পুলিশ ও জেলা ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে ট্রাফিক চেকপোস্টে ট্রাফিক আইন ও ট্রাফিক সিগনাল সম্পর্কে সাধারণ যাত্রী ও চালকদের বিশেষ কাউন্সিলিং প্রদান করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এর আগে শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলার বিভিন্ন ট্রাফিক পয়েন্টে যাত্রী ও চালকদের বিশেষ কাউন্সিলিং প্রদান করেন জেলা পুলিশ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ হাসান নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুলাউড়া থানা বিনয় ভুষন রায়, টিআই প্রশাসন মো. মাহফুজ আলম ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।