সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, মে ১, ২০২২
সিলনিউজ ডেস্ক :: সিলেটে পৌঁছালো সাবেক অর্থমন্ত্রী খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিতের মরদেহ।
শনিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে নগরের হাফিজ কমপ্লেক্সেস্থ বাসায় তাকে বহনকারী ফ্রিজার ভ্যান এসে পৌছায়। এরআগে সন্ধ্যায় ঢাকা থেকে মরদেহ নিয়ে ফ্রিজার ভ্যান সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়।
এদিকে, সাবেক অর্থমন্ত্রীর মরদেহ সিলেটে পৌঁছার আগে থেকেই নেতাকর্মীরা নগরের ধোপাদিঘীরপাড় হাফিজ কমপ্লেক্সে ভীড় করেন। এসময় নেতাকর্মী, বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে বাসার আঙ্গিনা।
এদের মধ্যে অন্যতম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, শ্যামল সিলেট’র সম্পাদকমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, সম্পাদক ও প্রকাশক নূরুজ্জামান মনি, জেলা আইনজীবী সমিতির সাধরণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল প্রমুখ।
রোববার দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।পরে দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আলিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দাফন হবে নগরের রায়নগর পারিবারিক কবরস্থানে। সেখানে তাঁর বাবা মরহুম অ্যাডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা সৈয়দ শাহার বানু চৌধুরীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি