সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মে ১, ২০২২
অনলাইন ডেস্ক :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকৃতি কন্যা জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য আগত পর্যটকদের নিরাপত্তা এবং সেবা প্রদানের লক্ষে জাফলং ফটোগ্রাফার ও স্টুডিও মালিক সমিতি’র সাথে মত বিনিময় করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
শনিবার (৩০ এপ্রিল) রাত ৮ টায় জাফলং ফটোগ্রাফার ও স্টুডিও মালিক সমবায় সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির রহমান সুজনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ডা. নুরুল ইসলাম, জাফলং ফটোগ্রাফার ও স্টুডিও মালিক সমবায় সমিতির উপদেষ্টা শ্রী সেরগুল গোসাই, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন, প্রজন্ম জাফলংয়ের সাধারণ সম্পাদক এরশাদ আলী প্রমুখ।
মতবিনিময় সভায় গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ বলেন,দেশের অর্থনেতিক পরিবর্তনে পর্যটনখাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকার এ খাতের উন্নয়নে সব সময় আন্তরিকভাবে কাজ করছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাফলংসহ গোয়াইনঘাটের অন্যান্য পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে সে দিকে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের সকলকেই নজর রাখতে হবে।
যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় জড়িত আছে তাদের সকলের নৈতিক দায়িত্ব আগত পর্যটকদের সেবা ও নিরাপত্তা দেওয়া। আমাদের সকলের সেবার মাধ্যমে গোয়াইনঘাটের সকল পর্যটনস্পটে আরও বেশি বেশি দেশি-বিদেশি পর্যটকের দৃষ্টি আকর্ষণ করতে পারলে অর্থনৈতিক ভাবে আমরা আরো অনেক বেশি উন্নতি করতে পারব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাফলং ফটোগ্রাফার ও স্টুডিও মালিক সমবায় সমিতির সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. তুহিন শেখ, অর্থ সম্পাদক নাজির হোসেন, প্রচার সম্পাদক মোঃ লোকমান হোসেন, সদস্য রিপন, রমজান আলী, তাজুল ইসলাম, সোহেল প্রমুখ।
এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি